শিক্ষা, স্বাস্থ্য, যোযোগ ও তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে বানিয়াচং ৩নং ইউপির ৭৬,৭৬,০০০/- টাকা এর বাজেট ঘোষনা। গত ২৯/০৫/২০১৪ইং বৃহস্পতি বার ৩নং বানিয়াচং দঃ পূঃ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ আলফাজ উদ্দিনের পরিচালনায় সকাল ১১টায় ২০১৪-২০১৫অর্থ বছরের উন্মোক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়ে প্রথমেই পূর্ববর্তী অর্থ বছরের (২০১৩-২০১৪) কাজের অগ্রগতির রিপোর্ট পেশ, পর্যালোচনা ও পরামর্শ গ্রহণ করা হয়। এরপর শিক্ষা, স্বাস্থ্য, যোযোগ ও তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে ৩নং বানিয়াচং দঃ পূঃ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ৭৬,৭৬,০০০/- টাকা এর বাজেট ঘোষনা করেন। উক্ত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭৫,৪৬,০০০/- উদ্বৃত্ত ধরা হয়েছে ১,৩০,০০০/-টাকা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবনির্বাচিত বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ইকবার বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ তানিয়া খানম। বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন মুঃ আঃ রহমান, কাজী মাওঃ গিয়াস উদ্দিন, মাওঃ জাহের উদ্দিন, সিরাজ আহমেদ, মহিবুর রহমান (বাবলু), নিখিল আচার্য্য, তৈয়ব আলী, হাসিনা বেগম, শাহেদ মিয়া, সুবেদ আলী, মোহাম্মদ আলী, মহি উদ্দিন, প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ঃ জনগণকে নিয়মিত ইউপি কর পরিশোধ করে সকল উন্নয়নমুলক কাজে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনগণ ও জন প্রতিনিধিদের সমন্বয়ে সমাজ সেবা ও সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করা প্রয়োজন। তিনি বর্তমান ও বিগত বছরের ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকান্ডের চিত্র জনগণের সম্মুখে প্রকাশ করায় পরিষদকে ধন্যবাদ প্রদান করেন। ভবিষ্যতে তিনি অত্র ইউনিয়ন সহ উপজেলার সকল ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস